দক্ষিণ চীনের ফোশান শহরের একটি স্পা। সপ্তাহ আগে হঠাৎ কিছু ভেঙে পড়ার শব্দ পান কর্মীরা। কাছে গিয়ে দেখেন স্পায়ের একটি অংশের ফল্স সিলিং ভেঙে পড়েছে। আর মেঝেতে পড়ে আছে বিশাল এক পাইথন!
তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ও বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যান ১০ ফুট লম্বা পাইথনটি।
স্পায়ের মালিক জানান, প্রায় ১০ বছর আগে তিনি শুনেছিলেন এই ভবনে একটি বড় পাইথন রয়েছে। কিন্তু তিনি কখনো সেটি দেখেননি। বছর তিনেক আগে বাড়িটি সংস্কারের সময় কয়েকজন শ্রমিক সেটিকে দেখেছিলেন বলে জানান। সেবার পাইথনটিকে ধরার চেষ্টা হয়। কিন্তু এটিকে কোথাও দেখা যায়নি। বাড়ির কোথাও পাইথনটি লুকিয়ে আছে বুঝতে পারলেও আর এর খোঁজ মেলেনি। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘হাতনাতে’ ধরা পড়ে পাইথনটি।
জয়নিউজ