ঘোষণাটা আগেই করা হয়েছিল। এবার এর বাস্তবায়ন চলছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চালানো বন্ধ রেখেছেন চালক ও শ্রমিকরা।
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দেশজুড়ে চলা কর্মসূচিরই অংশ এটি।
নগরের বিভিন্ন ট্রাক টার্মিনালে পণ্যবাহী গাড়ি অলস পড়ে থাকতে দেখা গেছে। তবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার চলাচল স্বাভাবিক রয়েছে।
সরেজমিন ঘুরে নগরের অলংকার মোড়ে পরিবহন শ্রমিকদের অবস্থান নিতে দেখা গেছে। এ সময় তারা সড়ক অবরোধ করে গাড়ি চলাচলে বাধা দেয়।
এদিকে অবরোধের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রাম বন্দরে। স্বাভাবিক দিনের মতোই এখানে কাজ চলছে।
এদিকে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের কারণে শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের মালিকসহ আমদানি-রপ্তানিকারকদের এখন টেনশনে রয়েছেন।
জয়নিউজ