লবণের প্যাকেটের গায়ে লেখা দাম অপেক্ষা বেশি নেওয়ায় হাটহাজারী পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮ থেকে ৯ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি।
রুহুল আমিন জয়নিউজকে বলেন, লবণের দাম প্যাকেটের গায়ে লেখা মূল্য অপেক্ষা অধিক মূল্য নেওয়ায় পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, প্রথম দিনে বিবেচনায় মেসার্স মেঝবাহ স্টোরকে ৫০০ টাকা ও মেসার্স খোরশেদ স্টোরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। প্রথম দিনে সবাইকে সতর্ক করা হয়। এছাড়া গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।