লবণের গুজবে কান না দিতে মেয়রের আহ্বান

দেশে লবণ সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

মঙ্গলবার (১৯ নভেম্বর)তিনি এক বিবৃতিতে চট্টগ্রামবাসীর প্রতি এ আহ্বান জানান।

- Advertisement -google news follower

চসিক মেয়র বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোয় লিপ্ত। এধরনের গুজব সরকারের ভাবমূর্তি বিনষ্ট, পরিস্থিতি অস্থিতিশীল করা ও জনগণকে জিম্মি করার অপকৌশল। প্রকৃতপক্ষে দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে।

ডিসেম্বর মাসে লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে নতুন লবণ, যা বতর্মান মজুদের সঙ্গে যোগ হবে। ফলে, দেশে লবণের কোনো সংকট নেই এবং এমন কোনো সম্ভাবনাও নেই।

- Advertisement -islamibank

লবণ কিংবা অন্য বিষয়ে কোনোমহল বা ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ-প্রশাসনের প্রতি আহ্বান জানানিয়েছেন চসিক মেয়র।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM