লক্ষ্মীপুরে দুইদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে প্রায় ৭০ টাকা। এতে করে কিছুটা হলেও শান্তি ফিরে এসেছে ক্রেতাদের মাঝে।
বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। বাজার মনিটরিং করলে পেঁয়াজের দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করেন সাধারণ মানুষ।
অপরদিকে পৌরশহরের গেঞ্জিহাটা সড়কে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৪২ বস্তা পেঁয়াজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ওই জব্দকৃত ৪২ বস্তা পেঁয়াজ ১লাখ ৩ হাজার টাকায় নিলামে বিক্রি করে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, জব্দকৃত ৪২ বস্তা পেঁয়াজ আদালতের নির্দেশে ১ লাখ তিন হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। দিনদিন বাজারের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। প্রতিনিয়ত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রয়েছে।