বাবাকে হত্যা করায় ছেলের মৃত্যুদণ্ড

রামগড়ে বাবাকে হত্যা করায় ছেলে এরফান আলীকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

- Advertisement -

বুধবার (২০ নভেম্বর) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এই রায় দেন।

- Advertisement -google news follower

এর আগে ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রামগড়ে সদুকার্বারি পাড়ার বাগান টিলা এলাকায় মাদক সেবনের টাকা না পেয়ে এরফান নিজঘরে  ঘুমন্ত অবস্থায় তার বাবা জসিম উদ্দিনকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত জসিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম বাদ হয়ে ছেলে এরফান আলীকে আসামি করে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন।

- Advertisement -islamibank

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ ১০ জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করেছেন।

জয়নিউজ/গিয়াস/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM