নগরের হালিশহরে চারদিন আগে দুই বন্ধুর ঝগড়া হয়। এর জেরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ছুরিকাঘাতে বন্ধুকে খুন করে সাদ্দাম নামে এক কিশোর। এদিন বিকেল পৌনে ৪টায় পিডিবি অফিসের পাশে আড়ংভবনের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর হত্যায় জড়িত থাকার অভিযোগে ঘাতক সাদ্দামকে আটক করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. ইরফান (১৮)। ইরফান হালিশহরের বাচা বাড়ির মো. ইদ্রিসের ছেলে। সে মোস্তফা হাকিম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুর রহমান জয়নিউজকে বলেন, চারদিন আগে ইরফান ও সাদ্দাম নামে দুই বন্ধুর ঝগড়া হয়। ওই ঝগড়ার জেরে আজ আড়ংয়ের সামনে ইরফানকে দেখার পর সাদ্দাম ডাক দেয়। সাদ্দাম ও ইরফান প্রথমে কিছুক্ষণ কথা বলে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দাম ছুরিকাঘাত করে ইরফানকে।
বিকেল ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় ইরফান আহমেদকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইরফানের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।– যোগ করেন তিনি।