নগরপিতা আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগুন লাগার মূল কারণ অসাবধানতা। অসাবধানতার সঙ্গে যোগ হয় অজ্ঞতা।
শুক্রবার (২২ নভেম্বর) অগ্নিসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগরপিতা এসব কথা বলেন।
প্রতিধ্বনি ক্লাবের এ আয়োজনে বের করা হয় বর্ণিল একটি র্যালিও। র্যালির উদ্বোধনও করেন নগরপিতা নাছির।
র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় লোকজনসহ সর্বসাধারণের হাতে অগ্নিসচেতনতার প্রচারপত্র তুলে দেওয়া হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, রাজনীতিক পুলক খাস্তগীর, ছাত্রনেতা অনিন্দ দেব, সংগঠন সভাপতি সমন্যু চক্রবর্তী, সাধারণ সম্পাদক রিমন দত্ত, সৌরভ দাশ, জয় দাশগুপ্ত, তন্ময় দাশগুপ্ত, ইজাজুল হক এজাজ, ফাহিম রাফসান, ভাস্কর নন্দী, সানি তালুকদার, আদ্রি রাহা, নয়ন ধর, ইমন দত্ত ও মান্না সরকার।
জয়নিউজ