হালদা নদী থেকে অবৈধ ঘেরা জাল জব্দ করলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
দুইদিনে পৃথক অভিযানে সাড়ে ৬ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়।
জানা গেছে, শুক্রবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার মেখল ইউনিয়নের অংশ থেকে আবারও দুই দিনের মধ্যে ৫ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। যদিও এর আগে মঙ্গলবার দিবাগত রাতেও একই এলাকা থেকে ১ হাজার ৫শ মিটার জাল জব্দ করা হয়েছিল।
ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, হালদা নদীতে মাছের অবাধ বিচরণ ও মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে সারাবছর হালদা নদীতে মাছ শিকারের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও এক শ্রেণির স্বার্থান্বেষীমহল নদীতে ঘেরা জাল বসিয়ে চুরি করে মাছ শিকার করছেন।
বৃহস্পতিবার রাতে মেখল এলাকার হালদা নদীতে জাল বসিয়ে মাছ শিকারের সংবাদ পেয়ে ইউপি সদস্য মো. কাইয়ুম ও স্থানীয়দের সহযোগিতায় পাঁচহাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
এসময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।
জয়নিউজ/তালেব/বিআর