হালদায় ঘেরা জাল জব্দ করলেন ইউএনও

হালদা নদী থেকে অবৈধ ঘেরা জাল জব্দ করলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

- Advertisement -

দুইদিনে পৃথক অভিযানে সাড়ে ৬ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়।

- Advertisement -google news follower

জানা গেছে, শুক্রবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার মেখল ইউনিয়নের অংশ থেকে আবারও দুই দিনের মধ্যে ৫ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। যদিও এর আগে মঙ্গলবার দিবাগত রাতেও একই এলাকা থেকে ১ হাজার ৫শ মিটার জাল জব্দ করা হয়েছিল।

ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, হালদা নদীতে মাছের অবাধ বিচরণ ও মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে সারাবছর হালদা নদীতে মাছ শিকারের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও এক শ্রেণির স্বার্থান্বেষীমহল নদীতে ঘেরা জাল বসিয়ে চুরি করে মাছ শিকার করছেন।

- Advertisement -islamibank

বৃহস্পতিবার রাতে মেখল এলাকার হালদা নদীতে জাল বসিয়ে মাছ শিকারের সংবাদ পেয়ে ইউপি সদস্য মো. কাইয়ুম ও স্থানীয়দের সহযোগিতায় পাঁচহাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এসময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

জয়নিউজ/তালেব/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM