বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। তবে এখনো নাম জানা যায়নি কে হচ্ছেন সাধারণ সম্পাদক।
শনিবার (২৩ নভেম্বর) সাড়ে ৩টায় যুবলীগের সপ্তম সম্মেলন থেকে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন জয়নিউজকে।
পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কালরাতে শেখ ফজলে শামস পরশের বাবা-মাও শহীদ হয়েছিলেন। তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের এমপি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে যুবলীগের সপ্তম সম্মেলনের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হয়।
দ্বিতীয় অধিবেশন চলছে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে। যুবলীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে এবার কোনো ভোট হচ্ছে না। শুধুমাত্র সমঝোতার ভিত্তিতে পরশ সভাপতি তবে সাধারণ সম্পাদকে নাম এখনো নিশ্চিত করা হয়নি।
জয়নিউজ/কাউছার/বিআর