স্বাস্থ্যসেবার উন্নয়নে বান্দরবানের রুমা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নিত করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনতলা বিশিষ্ট নতুন ভবনের ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোবাসের, সিভিল সার্জন ডা. অসুই প্রু, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লামং মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজগুলো হচ্ছে- স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে ডরমেটরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ৩৯ লাখ টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের শহিদ মিনার নির্মাণকাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পাহাড়ের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। যে কারণে বিগত সরকারের চেয়েও শিক্ষা-স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকের উন্নয়নে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। পর্যটন শিল্পের উন্নয়নে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। পাহাড়ের মানুষের জীবনমান আগের চেয়ে অনেকগুন বেড়েছে।