উন্নয়নের প্রশ্নে পার্বত্য অঞ্চলে শান্তি চিরস্থায়ী করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, উন্নত দেশগুলোর মতই দেশের পার্বত্য অঞ্চলগুলোতে উন্নয়ন করেছে বর্তমান সরকার। যার ধারাবাহিকতায় সারাদেশের সঙ্গে পাহাড়ি অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে।
ব্যারিস্টার বিপ্লব বলেন, শান্তি চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী পাবর্ত্য চট্টগ্রামকে মূল জনশক্তির সঙ্গে একাত্ম করেছেন। তাই পার্বত্য অঞ্চলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে। এসময় জোট সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন অশান্তির কবলে ছিল বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
জয়নিউজ/পিডি