ফিলিপাইনে আঘাত হেনেছে ম্যাংখুত

হারিকেন ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা ক্ষতবিক্ষত হওয়ার পরপরই বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ম্যাংখুত আঘাত হেনেছে ফিলিপাইনে। ফিলিপাইনের উত্তর উপকূলীয় অঞ্চলে এখনো তা-ব চালাচ্ছে ম্যাংখুত।

- Advertisement -

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে আঘাত হানে ম্যাংখুত। ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে লুজন দ্বীপ। ঝড়ের কারণে ভেঙ্গে গেছে বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি। বিশাল এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল বাগগাঁওতে ভূমিধসের সৃষ্টি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ৪০ লক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা ঘণ্টায় ৩৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

- Advertisement -google news follower

বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। চলছে ৪ নম্বর সতর্কতা সংকেত।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM