নগর এখন পরিণত হয়েছে ধুলোর শহরে। এর ব্যতিক্রম নয় পাহাড়তলী রেলওয়ে স্কুলের সড়কটিও। উন্নয়নকাজের কারণে দীর্ঘদিন ধরে ধুলোয় উড়ছে এলাকাটি।
এ এলাকায় রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বাঙালি মুক্তিযোদ্ধা এবং প্রথম নারী শহিদ প্রীতিলতা ওয়াদ্দেরের ভাস্কর্য। ধুলো থেকে বাঁচাতে সেই ভাস্কর্যে জড়িয়ে দেওয়া হয়েছে কাপড়।
ছবি তিনটি সোমবার (২৫ নভেম্বর) সকালে পাহাড়তলী রেলওয়ে স্কুলের সামনে থেকে তোলা।