আবারো রাজপথে নেমেছেন আমিন জুট মিলের শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে সোমবার (২৫ নভেম্বর) ভুখা মিছিল করেছেন তারা। এ মিছিল শেষে সমাবেশে দাবি আদায়ে তারা ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে জুট মিল গেট থেকে তারা এ ভুখা মিছিল করে। পরে পাটকল শ্রমিকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সমাবেশে আমিন জুট মিল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আরিফুর রহমান বলেন, আমরা আগেও আন্দোলন করেছি। আমাদের কোনো দাবি পূরণ হয়নি। আমরা যে ন্যূনতম মজুরি পাই তাও ১০ সপ্তাহ পর্যন্ত বকেয়া। অবসরে যাওয়া অনেক শ্রমিক তাদের এককালীন পাওনা পাননি। তারা এখন মানবেতর জীবনযাপন করছেন তারা। এমনকি পাওনা ছাড়াই অনেক শ্রমিক মারা গেছেন, মারা গেছেন তাদের নমিনিওরা।
তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমিন জুট মিল গেটের সামনে প্রতীকী অনশনের কর্মসূচি পালন করা হবে।