আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর কাছে জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) নয় শতাধিক সদস্য ও তাদের পরিবার আত্মসমর্পণ করেছে।
জানা গেছে, তাদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি। এছাড়া ১০ জন ভারতীয় নাগরিক রয়েছে বলেও জানা গেছে।
দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে রোববার (২৪ নভেম্বর) আত্মসমর্পণ করে আইএসের ওই সদস্যরা।
দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নানগারহার এলাকায় দীর্ঘদিন থেকেই আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে আফগান নিরাপত্তা বাহিনী। আত্মসমর্পণকারী ভারতীয়দের মধ্যে অধিকাংশই কেরালা রাজ্যের বলে জানা গেছে। এদিকে রাজধানী কাবুলে পাঠিয়ে আত্মসমর্পণকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে আফগান দেশটির গোয়েন্দারা জানিয়েছে।
জয়নিউজ/পিডি