মুসলিম ভোট টানতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মুসলিমদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এরই অংশ হিসেবে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে শরিক হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশের ইন্দোরে মহররম উপলক্ষে বোহরা সমাজের ৫৩তম ধর্মগুরুর প্রবচন অনুষ্ঠানে যোগ দেন মোদি। এ সময় তিনি জানান, বহরা সম্প্রদায়ের সঙ্গে তার অনেক পুরানো সম্পর্ক। তিনি একপ্রকার এই সমাজেরই অংশ হয়ে গেছেন। মসজিদ প্রধান সাইদনা মুফাদ্দল সইফুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। মোদির সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
জয়নিউজ/আরসি