নগরের ডবলমুরিংয়ের মৌলভীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৮ জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থান আটক করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন।
আটকরা হলো- মো. পারভেজ (৩০), মো. জাহিদ হোসেন (৪৫), মো. সেলিম (৫০), সাধনচন্দ্র মালী (৪৫), মো. জাহাঙ্গীর (৫০), মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. সালাউদ্দিন (৩০), মো. মামুন (৩৫), আমির হোসেন (২৫), মো. মামুনুর রশিদ (২১), মো. জামাল (৩০), মো. আলমগীর হোসেন (২৫), জসিম উদ্দিন সাজ্জাদ (২২), মো. কামরুল ইসলাম (২৬), মো. জাহাঙ্গীর আলম (২৪), আমির হোসেন (২৫), মো. হোসেন (৩২) এবং মো. আনোয়ার হোসেন (২৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, অভিযানে মোট ১৮ জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থান আটক করা হয়G তাদেরকে এক থেকে সাতদিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বমোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।