স্ত্রী সৈয়দা জেবুন্নেছা খাতুনের দাফনের সময় না ফেরার দেশে চলে গেলেন সুনামগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সাংসদ গোলজার আহমদ চৌধুরী।
মঙ্গলবার ( ২৬ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন বিএনপির এই এমপি। স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এর আগে তার সহধর্মিণী জেবুন্নেছা খাতুন রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন তারা।
গুলজার আহমদ চৌধুরীর গ্রামের বাড়ি দিরাই উপজেলার হাতিয়া গ্রামে। ষাটের দশকের তুখোড় এই ছাত্রনেতা দিরাইয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। শুরুর দিকে তিনি গণতন্ত্রী পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ সালে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির টিকিটে সাংসদ নির্বাচিত হন। পরবর্তীতে বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে দূরে সরে যান।