হাইকোর্ট এলাকায় সংঘর্ষের জেরে করা মামলায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সোয়া ২টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা এক মামলায় রাতে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন উলফাত। সেখান থেকে তার আমেরিকা যাওয়ার কথা ছিল ।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরানোর জন্য লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালানোর সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় ৫০০ জনের নামে একটি মামলা করে।
জয়নিউজ/পিডি