রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে মামলার রায়ের আগমুহূর্তে আদালতে হাজির করা হয় ৮ জঙ্গিকে। এদের মধ্যে ব্যতিক্রম ছিল এক জঙ্গি। যার মাথায় ছিল আইএসের টুপি। এজলাসের ভেতরও সেই টুপি পড়া ছিল ওই জঙ্গি।
শুধু এটি নয়, রায় শোনার পর ওই জঙ্গি এজলাসে দাঁড়িয়ে আইএসের পক্ষে স্লোগান দেয় এবং উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের গালিগালাজ করে। এমনকি বিচারক রায় ঘোষণা করার পর সে দুই আঙুল উঁচিয়ে ‘ভি চিহ্ন’ দেখায়।
আরো পড়ুন: হলি আর্টিজান: ৭ জঙ্গির মৃত্যুদণ্ড
এর আগে বুধবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় আট আসামির মধ্যে ৭ জঙ্গিকে ফাঁসির আদেশ দেন আদালত। খালাস দেওয়া হয় বড় মিজান নামে একজনকে।
সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন।