চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের যুব সমাজের আত্মকর্মসংস্থান নিশ্চিতে সরকার যুব উন্নয়ন কর্মসূচিসহ নানামুখী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।
২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা অর্জন করতে পুরুষের পাশাপাশি নারীকেও হতে হবে উৎপাদনমুখী। এই সত্য আজকের যুব প্রজন্মকে অনুধাবন করতে হবে। উদ্ভাবন, সৃষ্টিশীলতায় যুব সমাজকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হবে।
বুধবার (২৭ নভেম্বর) শিশু একাডেমি প্রাঙ্গনে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, তথ্য ও সেবা প্রাপ্তি বিষয়ক অনুষ্ঠিত যুব মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র।
মেলায় চট্টগ্রাম শিশু একাডেমি জেলা সংগঠক নার্গিস সুলতানা, বিজিএমইএ চট্টগ্রাম সিনিয়র ডেপুটি সেক্রেটারি মো. করিম উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. ম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবিদা মোস্তফা, বিটার উপপরিচালক শিশির দত্ত, বিকেএমইএ সাবেক পরিচালক শওকত ওসমান বক্তব্য রাখেন।
একইদিন দ্বিতীয় পর্বে প্যানেল ডিসকাশনে আলোচনা করেন বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) চট্টগ্রাম মহাপরিচালক মো ইয়াসিন, চট্টগ্রাম মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আশরিফ তানজিম, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার নওরিন সুলতানা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল এসিস্ট্যান্ট সেন্টার বিটাক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফারহানা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম উপপরিচালক সালেহ আহমদ চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য রাখেন।
জয়নিউজ/বিআর