বোধনের ৫২তম আবর্তনের অনুষ্ঠান `জাগো সুন্দর’

‘আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান’। এত খুশি, এত আনন্দ আর প্রত্যাশার স্বপ্নময় একটি দিন, নবীনদের কবিতার প্রতি ভালোবাসা আর বোধনের শিল্পীদের কবিতায় আলোকিত হয়েছে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হল ২২ নভেম্বর।
বোধনের ৫২তম আবর্তনের অনুষ্ঠান `জাগো সুন্দর’ | IMG 20191122 WA0062

- Advertisement -

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম পরিচালিত বোধন আবৃত্তি স্কুলের চলমান দ্বিপঞ্চাশত্তম (৫২তম) আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তির নিরীক্ষামূলক অনুষ্ঠান‘জাগো সুন্দর’।

- Advertisement -google news follower

এটি বোধন আবৃত্তির স্কুলেরপাঠ-পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ। নবীন শিক্ষার্থীদেরকে মঞ্চে সাবলীল আবৃত্তি পরিবেশন ও উপস্থাপনায় অভ্যস্ত করার নিমিত্তে তাদেরকে একটি সুন্দর আনুষ্ঠানিক পরিসরে যুক্ত করে অনুপ্রাণিত করাই‘জাগো সুন্দর’এর অভিপ্রায়। নবীন শিক্ষার্থীদের মন-মননে লালিত সৃজনশীল সত্ত্বার নান্দনিক-সুন্দর বহিঃপ্রকাশই‘জাগো সুন্দর’নামের যথার্থতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদের আহ্বায়ক আবদুল হালিম দোভাষ, প্রতিষ্ঠাতাকালীন সদস্য অ্যাডভোকেট নারায়ন প্রসাদ বিশ্বাস, জ্যেষ্ঠ সদস্য সিন্টু কুমার চৌধুরী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অজিত সাহা।

- Advertisement -islamibank

বোধনের ৫২তম আবর্তনের অনুষ্ঠান `জাগো সুন্দর’ | IMG 20191122 WA0065 Copy

অনুষ্ঠানে নবীনদের পাশাপাশি একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের আবৃত্তি শিল্পীরাও। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী জাভেদ হোসেন।

নবীন আবৃত্তি শিল্পীরা হলেন-মিলি আকতার, রীমা চৌধুরী, মুনতাসীর মামুন, শায়লা ইসলাম, আসমা আকতার, সোমা বনিক, মারজুকা সুলতানা, মো. তৌহিদুল ইসলাম, মো. মেহেরাব হাসান, স্বপ্না আকতার, জুবাইদুর রায়হান, শ্রাবণী বড়ুয়া, আনিকা গাওহার, বিজেত্রি বসাক, তোহফাতুল জান্নাত, মলয় রায়, সুইটি দে, বাপ্পী বাড়ৈ, তৃষা মনি নাথ, জাবেদ আহমেদ, হৈমী দে, বৃষ্টি দাশ, সাকিলা সুলতানা, সাদেক হোসেন, অরিত্র ঘোষ।

বোধনের আবৃত্তি শিল্পীরা হলেন-অসীম দাশ, ইতু সাহা, সুতপা মজুমদার, হামিমা জামিল রুমা, আল মামুন, মৃত্তিকা চক্রবরতী, তূর্ণা দাশ, ঝলক কুমার শীল, সেতার রুদ্র, হিমানী মজুমদার। অনুষ্ঠানের প্রথমেই আবৃত্তি নিয়ে আসেন নবীন শিল্পী মিলি আকতারের কন্ঠে কবি আচরন্যক বসুর লিখা”মনে থাকবে?” কবিতাটি।

বোধনের ৫২তম আবর্তনের অনুষ্ঠান `জাগো সুন্দর’ | IMG 20191122 WA0058

এভাবে পর্যায়ক্রমে- কেউ কথা রাখেনি, মাগো ওরা বলে, বাংলার মুখ আমি দেখিয়াছি, হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, অমল কান্তি আমার বন্ধু-এমন সব সুন্দর কবিতার আবৃত্তি নিয়ে এসেছিলেন আবৃত্তি শিল্পীরা।

আবৃত্তি পরিবেশনের পর শিক্ষার্থীদের পরিবেশনা নিয়ে পরামর্শমূলক আলোচনা করেন আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, মাইনুল আজম চৌধুরী, শারমিন মৃত্তিকা ও আরিফুন্নেসা সিদ্দিকা।

বোধনের ৫২তম আবর্তনের অনুষ্ঠান `জাগো সুন্দর’ | IMG 20191122 WA0047 1

উল্লেখ্য বোধন আবৃত্তি স্কুলে ৫৩তম আবর্তনে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ: প্রতি শুক্রবার সকাল ৯টা-১১টা চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM