- খাগড়াছড়ির দীঘিনালা উত্তর মিলনপুরের শেখ ফরিদের বাড়ি থেকে মা-মেয়েসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন কেজি গাঁজা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল মো. ফয়সাল (৫০) নামে একজনকে আটক করে। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য বহন করা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্যমতে দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দের নেতৃত্বে দীঘিনালার উত্তর মিলনপুরে মো. শেখ ফরিদ মিয়ার বাড়িতে অভিযানে চালিয়ে বিক্রির উদ্দেশে মজুদ রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় মো. শেখ ফরিদ মিয়া (৪৬), তার স্ত্রী সালেহা খাতুন (৩৭) এবং তার মেয়ে ইলমি জাহানকে(১৮) আটক করে পুলিশ।
এসময় গাঁজা বিক্রির নগদ ৩০ হাজার টাকা এবং গাঁজা বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
তিনি আরও বলেন,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।