ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে সাতকানিয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা মিষ্টি জাতীয় খাদ্যপণ্য তৈরির দায়ে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল বাজারের লক্ষ্মী মিস্টি ভাণ্ডারকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে পিঙ্কী মিস্টি ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ভেজালপণ্য বিক্রির দায়ে বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট বাজারের ফরোখ স্টোরকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার জয়নিউজকে বলেন, ভেজাল, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বলেন তিনি।