লক্ষ্মীপুরের মেঘনায় অপহরণের পর চার জেলের কাছে মুক্তিপণ দাবিকৃত তিন জলদস্যুকে অস্ত্রসহ আটক করে নৌ-পুলিশ। এছাড়াও অপহৃত চার জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সদর মডেল থানায় আটককৃতদের হস্তান্তর করা হয়।
এর আগে স্থানীয় চরমেঘা থেকে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের আটক করা হয়। দস্যুরা ভোলার বাসিন্দা কামাল, জাকির ও শিপন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান মিয়া জয়নিউজকে বলেন, দুপুরে কমলনগরের মতির হাট এলাকা থেকে মাছ ধরার একটি ট্রলার আটকিয়ে চারজন জেলেকে অপহরণ করে দস্যুরা। পরে তাদের পরিবারের কাছে বিকাশে ২০-৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।
খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।