সন্দ্বীপকে মূল ভূ-খণ্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে: ইঞ্জি. মোশাররফ

দেশের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপকে চট্টগ্রামের মূল ভূ-খণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি এ দাবি জানান।

- Advertisement -

শনিবার(৩০ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি রাখেন তিনি।

- Advertisement -google news follower

বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সন্দ্বীপবাসীদের জন্য উপহার হিসেবে জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে। আগামীতে এ বিদ্যুৎকে কাজে লাগিয়ে সন্দ্বীপকে শিল্প কল-কারখানার মাধ্যমে উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে হবে।

সন্দ্বীপকে মূল ভূ-খণ্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে: ইঞ্জি. মোশাররফসম্মেলনে প্রধান বক্তা জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম বলেন, যুগে যুগে সন্দ্বীপকে বিশ্ব মানচিত্রে পরিচিত করেছিলেন সন্দ্বীপের বরেণ্য ব্যক্তিরা। আগামীতেও জাতীয় নেতৃত্বে আসতে সক্ষম হবেন এমন নেতৃত্বই গড়ে উঠছে সন্দ্বীপে।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

- Advertisement -islamibank

এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুছ গনি চৌধুরী, এটিএম পেয়ারুল ইসলাম, এহসানুল হায়দার চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, রোমানা নাসরিন, অ্যাডভোকেট উম্মে হাবিবা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল্যাহ আল বাকের ভূঁইয়া ও বাসন্তী প্রভা পালিত।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার শাহজাহান বিএ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা নেতারা কাউন্সিলরদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মাস্টার শাহজাহান বিএ ও সাধারণ সম্পাদক হিসেবে সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশনের নাম ঘোষণা করেন।

জয়নিউজ/হোসাইন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM