আয়কর প্রদান দেশপ্রেমের অংশ: নগরপিতা নাছির

নগরপিতা আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের মানুষ স্ব-প্রণোদিতভাবে কর দিচ্ছেন বলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হচ্ছে।

- Advertisement -

শনিবার (৩০ নভেম্বর) সকালে আগ্রাবাদের সিজিও বিল্ডিংয়ে আয়কর দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে নগরপিতা বলেন, আয়কর প্রদান দেশপ্রেমের একটি অংশ। স্ব-প্রণোদিতভাবে সবাই কর দিলেই দেশ আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

আয়কর দিবস-২০১৯ প্রস্ততি কমিটির আহ্বায়ক কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সফিনা জাহান।

- Advertisement -islamibank

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ, ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, মফিউ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম ও কর আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ জামাল উদ্দিন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM