নগরে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা। শনিবার (৩০ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
নগরের শিশু একাডেমী প্রাঙ্গণে এ মেলার আয়োজক নারী শক্তি।
সংগঠন সভাপতি আরাধ্যা আরিশার (শাইলা) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমীর জেলা কর্মকর্তা নারগীস সুলতানা।
প্রধান অতিথি মেয়র নাছির বলেন, একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নারীর প্রতি সবরকমের বৈষম্যের অবসান করে নারী-পুরুষের মধ্যে সমতা এবং সমঝোতা তৈরি করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে অর্ধশতাধিক স্টল নিয়ে শুরু হয়েছে এ মেলা। চার দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আগামী ৩ ডিসেম্বর মেলার পর্দা নামবে।
জয়নিউজ