নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় রাজারমাঠে সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার খন্দকার শাহিদুল এমরান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো দাউদুল ইসলাম, পৌরসভার মেয়র ইসলাম বেবী, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার হোসাইন প্রমুখ ।