শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তিতে আকাশে উড়লো শান্তির পায়রা

আলীকদমের আকাশে শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপি নানা আয়োজনে পালিত হয়েছে পার্বত্য চুক্তির ২২তম বর্ষপূর্তি।

- Advertisement -

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় আলীকদম শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

- Advertisement -google news follower

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম জোন অধিনায়ক লে. কর্ণেল সাইফ শামীম।

লামা পৌরসভার মেয়র মো. জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে জান্নাত রুমি, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদ ইকবাল, আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও আলীকদম প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

জয়নিউজ/হাসান/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM