লক্ষ্মীপুরে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরসহ পুড়ে গেছে ২৩ দোকান।
সোমবার (২ ডিসেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রামগতি উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) আবদুল মোমিন।
তিনি জয়নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জয়নিউজকে বলেন, রাতে রামগতি বাজারে হঠাৎ বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে যায় তিনটি বসতঘরসহ মুদি, স্বর্ণকার, কাপড়, ঘড়ি ও মোবাইলের দোকানসহ ২৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল হাসেম জয়নিউজকে বলেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছে, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।