এক সময় পাহাড় আর বনজঙ্গলে বাঘ, ভালুক, হরিণ, বানর, হনুমান, সজারু, ময়ূর, টিয়া, ময়না, খরগোশ, শূকর, বন মুরগি, বিভিন্ন প্রজাতির সাপসহ অসংখ্য পশু-পাখির ছিল অবাধ বিচরণ।
বর্তমানে অবাধে পরিবেশ ধ্বংস করে গাছ আর পাহাড় কাটার ফলে এসব পশুপাখি দিন দিন বিলুপ্ত হতে চলেছে। তবে প্রশাসনের নেই নজরদারি।
তেমনি পাহাড় কাটার কারণে বিলুপ্ত হচ্ছে পাহাড়ের মায়া হরিণ। নগরের আকবরশাহ মোড় কবরস্থানে প্রায়ই দেখা যায় খাবারে সন্ধানে মায়া হরিণের বিচরণ। মঙ্গলবার ( ৩ডিসেম্বর)বিকালে আকবরশাহ মোড় থেকে তোলা ছবি।