নগরের পাথরঘাটায় বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে আট পরিবারকে এক লাখ টাকা করে তুলে দেওয়া হয়।
এছাড়া স্থানীয় কাউন্সিলর ইসমাইল হোসেন বালির পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, হাসান মুরাদ বিপ্লব, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ববধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকালে পাথরঘাটার ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনের নিচতলায় গ্যাস নিঃসরণজনিত কারণে বিস্ফোরণ ঘটে। এরপর ঘরটির দেয়াল ধসে পড়ে। এতে ৭ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়। পরে আরো একজন স্কুল শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জয়নিউজ/কাউসার