চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্বাবধানে আউটসোর্সিং এর মাধ্যমে ৩৮ কোটি টাকা ব্যয়ে নগরের চিটাগাং শপিং কমপ্লেক্সের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
পরিদর্শনকালে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে কাজের গুনগত মান অক্ষুণ্ন রেখে দ্রুতসময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিদের পরামর্শ দেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র সভাপতি অধ্যাপক আজম খান, সহসভাপতি মহিম উদ্দিন, মো. তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, দপ্তর সম্পাদক মোজাফফর আহমদ, গ্রাহক সেবা সম্পাদক জি এম আজমল খান, অর্থ সম্পাদক মাহবুব মোর্শেদ, মোরশেদ উদ্দিন চৌধুরী ও মো. ইসমাইল প্রমুখ।