পুরো পৃথিবীতে হেরোইনে আসক্ত হয়ে প্রতি বছর মারা যান হাজার হাজার মানুষ। কিন্তু মারাত্মক এই নেশাদ্রব্য পথ্য হিসেবে প্রেসক্রিপশনে লেখেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরের চিকিৎসকরা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।
মাত্রাতিরিক্ত হেরোইনসেবীদের জন্যই স্কটিশ সরকার অনুমোদন করেছে নতুন এক নিয়মের। নিয়ম মেনে দিনে দু’বার দেওয়া হবে ‘ফার্মেসি গ্রেডের’ হেরোইন। তবে অবশ্যই তা হতে হবে একজন মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে।
ভিন্নধর্মী এ নিয়ম করা হয়েছে নেশা সেবনে মৃত্যুর হার এবং এইচআইভি সংক্রমণ কমাতে।
অন্যান্য শারীরিক এবং মানসিক সেবার পাশাপাশি সপ্তাহে সাতদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্লাসগো সিটির মাদকসেবীদের দিনে দু’বার করে এই ড্রাগ ডোজ দেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য, স্কটল্যান্ডকে বলা হয়ে থাকে ‘ড্রাগ ডেথ ক্যাপিটাল অফ দ্যা ওয়ার্ল্ড’। মাদক সেবন এবং এইচআইভি এইডস সংক্রমণের হার কমাতে দেশটিকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।