দুর্বৃত্তদের হামলায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্রলীগ নেতার চিকিৎসার খোঁজখবর নিতে শুক্রবার (৫ ডিসেম্বর) হাসপাতালে যান ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
এসময় তিনি এ ঘটনায় যারা দোষীদের চিহ্নিত করে আইননত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে চবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ জয়নিউজকে বলেন, তারা আমার ছাত্র। তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছিলাম। আর যারা দোষী, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় চবি সংলগ্ন এগারো মাইল এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হন চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন সুমন ও আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি। তারা উভয়েই শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসি গ্রুপের নেতা।
জয়নিউজ/নবাব/পিডি