সিএনজিচালিত অটোরিকশায় ঝুলানো থাকবে গাড়ির চালক ও মালিকের পরিচিতি কার্ড। এতে উপকৃত হবেন সাধারণ যাত্রীরা।
নিয়মটি চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার (৮ ডিসেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান।
তিনি জয়নিউজকে বলেন, নগরে ট্রাফিক ব্যবস্থাপনায় জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে অটোরিকশা চালকরা গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের পাশাপাশি গাড়িতে নিজের ও মালিকের পরিচিতি কার্ড ঝুলিয়ে রাখতে হবে।
‘এতে যাত্রীরা নিজেকে নিরাপদ মনে করবেন। এছাড়া কোনো কিছু হারিয়ে গেলে বা ছিনতাই হলে অথবা কোনো অপরাধ সংগঠিত হলে অতিদ্রুত মালিক ও চালককে সনাক্ত করা সম্ভব হবে। এতে অপরাধ প্রবণতা কমবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’
উদ্বোধন উপলক্ষে নগরের পাঁচলাইশ থানার কাতালগঞ্জ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান।
এতে বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. তারেক আহম্মেদ ও পরিবহন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।