জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির ডিসটিনগুইসড প্রফেসর আলী রীয়াজের পূর্বনির্ধারিত একটি আলোচনা অনুষ্ঠান। কিছু প্রবাসী বাংলাদেশির আপত্তির মুখে আয়োজকরা অনুষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন।
বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় একটি আলোচনার আয়োজন করেছিল জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ৷ সেখানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্টের ডিসটিনগুইসড প্রফেসর আলী রীয়াজ। নিজের সদ্য প্রকাশিত ‘ভোটিং ইন হাইব্রিড রিজিম, এক্সপ্লেইনিং দ্য ২০১৮ বাংলাদেশি ইলেকশন’ বই-এর উপর তিনি বক্তব্য রাখেন৷
তাঁর বক্তৃতা শেষে অনুষ্ঠানে উপস্থিত কিছু লোক আপত্তি তোলেন। এমন পরিস্থিতির একপর্যায়ে আয়োজকরা বাধ্য হন অনুষ্ঠান বন্ধ করে দিতে৷ খবর ডয়চে ভেলে।
জয়নিউজ