ভুল চিকিৎসায় নবজাতক হত্যার অভিযোগে বহুল আলোচিত ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন সিনিয়র ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত এ নির্দেশ দেন।
বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
তিনি বলেন, বিজ্ঞ আদালত পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, পিবিআইয়ের এএসপি র্যাংক বা তার ঊদ্ধতন কর্মকর্তাকে তদন্ত করে রির্পোট দিতে হবে। সেইসঙ্গে তদন্তের সময় একজন নিরপেক্ষ গাইনী বিশেষজ্ঞের বক্তব্য নিতেও বলা হয়েছে।
আরো পড়ুন: ম্যাক্স হাসপাতাল যেন শিশুর মরণফাঁদ
এর আগে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলাটি করেন শিশুটির বাবা অ্যাভোকেট ইউছুপ আলম মাসুদ। মামলায় অন্য আসামিরা হলেন- বিশেষজ্ঞ ডা. আফরোজা ফেরদৌস ও ডা. এ এইচ এম রকিবুল ইসলাম।