শিশুহত্যায় ম্যাক্সের বিরুদ্ধে তদন্ত করবে পিবিআই

ভুল চিকিৎসায় নবজাতক হত্যার অভিযোগে বহুল আলোচিত ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন সিনিয়র ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত এ নির্দেশ দেন।

- Advertisement -google news follower

বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিজ্ঞ আদালত পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, পিবিআইয়ের এএসপি র‌্যাংক বা তার ঊদ্ধতন কর্মকর্তাকে তদন্ত করে রির্পোট দিতে হবে। সেইসঙ্গে তদন্তের সময় একজন নিরপেক্ষ গাইনী বিশেষজ্ঞের বক্তব্য নিতেও বলা হয়েছে।

- Advertisement -islamibank

আরো পড়ুন: ম্যাক্স হাসপাতাল যেন শিশুর মরণফাঁদ

এর আগে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলাটি করেন শিশুটির বাবা অ্যাভোকেট ইউছুপ আলম মাসুদ। মামলায় অন্য আসামিরা হলেন- বিশেষজ্ঞ ডা. আফরোজা ফেরদৌস ও ডা. এ এইচ এম রকিবুল ইসলাম।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM