পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জি হবে: অমিত শাহ

আবারো ভারতে বসবাসরত ‘অবৈধ’ বাংলাদেশিদের বহিষ্কারের ঘোষণা দিলেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, শিগগিরই ভারতের অন্যান্য রাজ্যে নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গেও এনআরসি করা হবে এবং বাংলাদেশি ‘অবৈধ’ অভিবাসীদের বের করে দেওয়া হবে।

- Advertisement -

অমিত শাহ বলেন, বাংলাদেশের এই অবৈধ অভিবাসীরা শুধু নিরাপত্তার ক্ষেত্রেই হুমকি নয়। একইসঙ্গে তারা ভারতীয় নাগরিকদের কাজ নিয়ে নিচ্ছে। অমিত শাহ তেলাঙ্গনা রাজ্যের মাহবুবনগরে এক জনসভায় এসব কথা বলেন। খবর অনলাইন টাইমস অব ইন্ডিয়ার।

- Advertisement -google news follower

তিনি এ সময় আসামের পর ভারতের অন্যান্য রাজ্যে নাগরিকপঞ্জি সম্পন্নকরণে তার দলের প্রতিশ্রুতির কথা পুনরুল্লেখ করেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM