হেলমেট পরলেই পেঁয়াজ উপহার!

সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে হেলমেট পরলেই মোটরসাইকেল চালকদের দেওয়া হচ্ছে এক কেজি পেঁয়াজ।

- Advertisement -

অবাক হলেও এটাই সত্য যে ভারতের পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে এমন কর্মসূচি হাতে নিয়েছে ভারতের বর্ধমানের পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি।

জানা যায়, ভারতের বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। প্রতিদিন পেঁয়াজ দিয়ে রান্না এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। সেখানে এখন হেলমেট পরলেই বিনামূল্যে এক কেজি পেঁয়াজ দিচ্ছে পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি।

- Advertisement -islamibank

অগ্নিমূল্যের বাজারে ১ কেজি পেঁয়াজ উপহার হিসেবে পেয়ে খুশি মোটরসাইকেল চালকরা। বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম এখন ১৩০-১৫০ টাকা। একদিকে সব ব্যবসায়ীরা যেমন বেশি পেঁয়াজ আমদানি করছেন না তেমনই সাধারণ মানুষও দামের জন্য পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন।

রোববার সকাল থেকেই পাল্লারোড পল্লী মঙ্গল সমিতির সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি হিসেবে চালকদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য সচেতন করছে। যারা হেলমেট পরে মোটরসাইকেল চালাচ্ছেন না তাদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পরার অনুরোধ জানান সমিতির সদস্যরা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM