বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে এবার আমরণ অনশন করছেন আমিন জুটমিলসহ দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মিল গেট এলাকায় পূর্বঘোষিত আমরণ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।
আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন জয়নিউজকে বলেন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলেও আমরণ অনশন চলছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে মিল গেটে জড়ো হয়েছেন। সেখানে সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারাও রয়েছেন।
তিনি আরো বলেন, আমিন জুট মিলে প্রায় ৪ হাজার শ্রমিক কর্মরত আছেন। এর বাইরে চট্টগ্রামে আরও ৯টি পাটকল রয়েছে। এর আগে শ্রমিকরা ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা।