নব্বই দশক বা তারও আগে যাদের জন্ম, তারা পার করেছেন এক দুরন্ত শৈশব। এখনকার শিশুদের মতো স্মার্টফোনে মুখ গুজে গেম খেলা বা সারাদিন বইয়ের পড়া মুখস্ত করে মলিন মুখে ঘুমোতে যাওয়া নয়। দুরন্ত সেই শৈশব ছিল ফুটবল, লাটিম খেলা, ঘুড়ি উড়ানো কিংবা পরিত্যক্ত রিকশার টায়ার নিয়ে পাড়ার রাস্তায় ছুটে চলা। নগরায়ন আর প্রযুক্তির জোয়ারে দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল। তবুও মাঝেমধ্যে দেখা মেলে শিশুদের সেই চেনা দুরন্তপনা। তা দেখে অনেকেই হয়তো তখন স্মৃতির সাগরে ডুব দেন, খুঁজে ফিরেন নিজের হারানো শৈশব। নগরের ফিরোজশাহ বেলতলিঘোনা এলাকা থেকে ছবিগুলো তোলা।