পৃথিবীর কক্ষপথে দেশের সর্বাধুনিক গোয়েন্দা উপগ্রহ ‘রিস্যাট-২বিআর-১’ পাঠিয়েছে ইসরো।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি-৪৮ রকেটের পিঠে চাপিয়ে রিস্যাট-২বিআর-১-কে পাঠানো হয়।
ইসরো জানায়, উৎক্ষেপণের ১৬ মিনিটের মধ্যেই রিস্যাট-২বিআর-১ গোয়েন্দা উপগ্রহটিকে পৃথিবীর ৫৭৬ কিলোমিটার উপরের কক্ষপথে ঢুকিয়ে দেয় ৪৪.৪ মিটার উঁচু পিএসএলভি-সি-৪৮।
উপগ্রহটি পাঁচ বছর ধরে কাজ চালাবে। এতে রয়েছে অত্যাধুনিক রাডার ইমেজিং ব্যবস্থা। যা অনেক উপর থেকেও খুব স্বচ্ছভাবে ছবি তুলতে পারে।
ইসরো আরো জানিয়েছে, গোয়েন্দা উপগ্রহটিকে কক্ষপথে পাঠানোর পাঁচ মিনিটের মধ্যেই একের পর এক ৯টি বিদেশি উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষপথগুলিতে পাঠিয়েছে পিএসএলভি-সি-৪৮। পুরো অভিযান শেষ হয়েছে উৎক্ষেপণ থেকে ২১ মিনিটের মধ্যেই।
৬২৮ কিলোগ্রাম ওজনের গোয়েন্দা উপগ্রহ রিস্যাট-২বিআর-১ সেনাবাহিনীর কাজে লাগবে। একইসঙ্গে কাজে লাগবে কৃষি ও বনসৃজনে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়।
জয়নিউজ