এবার ইসরোর ২১ মিনিটের সফল অভিযান

পৃথিবীর কক্ষপথে দেশের সর্বাধুনিক গোয়েন্দা উপগ্রহ ‘রিস্যাট-২বিআর-১’  পাঠিয়েছে ইসরো।

- Advertisement -

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি-৪৮ রকেটের পিঠে চাপিয়ে রিস্যাট-২বিআর-১-কে পাঠানো হয়।

- Advertisement -google news follower

ইসরো জানায়, উৎক্ষেপণের ১৬ মিনিটের মধ্যেই রিস্যাট-২বিআর-১ গোয়েন্দা উপগ্রহটিকে পৃথিবীর ৫৭৬ কিলোমিটার উপরের কক্ষপথে ঢুকিয়ে দেয় ৪৪.৪ মিটার উঁচু পিএসএলভি-সি-৪৮।

উপগ্রহটি পাঁচ বছর ধরে কাজ চালাবে। এতে রয়েছে অত্যাধুনিক রাডার ইমেজিং ব্যবস্থা। যা অনেক উপর থেকেও খুব স্বচ্ছভাবে ছবি তুলতে পারে।

- Advertisement -islamibank

ইসরো আরো জানিয়েছে, গোয়েন্দা উপগ্রহটিকে কক্ষপথে পাঠানোর পাঁচ মিনিটের মধ্যেই একের পর এক ৯টি বিদেশি উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষপথগুলিতে পাঠিয়েছে পিএসএলভি-সি-৪৮। পুরো অভিযান শেষ হয়েছে উৎক্ষেপণ থেকে ২১ মিনিটের মধ্যেই।

৬২৮ কিলোগ্রাম ওজনের গোয়েন্দা উপগ্রহ রিস্যাট-২বিআর-১ সেনাবাহিনীর কাজে লাগবে। একইসঙ্গে কাজে লাগবে কৃষি ও বনসৃজনে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM