জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন পাচ্ছেন, নাকি পাচ্ছেন না- শিগগির আদেশ আসছে। শুনানি চলছে। এ বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এখন শুনানি চলছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জামিনের শুনানি শুরু হয়।
এর আগে সুপ্রিম কোর্টের জেনারেল মেডিকেল বোর্ডের পাঠানো প্রতিবেদন আদালতে পেশ করেন। এ প্রতিবেদনের ওপরে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তবে প্রধান বিচারপতি বলেন, আগে আবেদনকারী পক্ষে বলা হোক। তখন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ওপর শুনানি শুরু করেন।
খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত আছেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও এজে মোহাম্মদ আলী।
এর আগে বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টটি আদালতে পাঠানো হয়।
জয়নিউজ