ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিন আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি রামদা ও ছয়টি ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে রায়পুর রাখালিয়া বাজার সংলগ্ন চৌধুরী বাড়ি থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

পুলিশ জানান, আটককৃত ডাকাতরা হলেন-রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের মো. লাভু (২০), বামনী ইউনিয়নের কলাকপা গ্রামের ফয়সাল (১৯) ও চররুহিতা ইউনিয়নের মো. রায়হান (১৯)।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. তোতা মিয়া জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল তার নেতৃত্বে রাখালিয়া বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির পিছন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন আন্তঃজেলা ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আরও ৭/৮ ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলার হয়েছে। এছাড়া পলাতক ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM