শীতের ঠাণ্ডা অনুভূতির পরশে রোমঞ্চিত হয়ে উঠে ভাবুক মন। শীতের রাতে প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে বেলকনিতে বসে গরম চা-কফির চুমুকে আড্ডাও বেশ উপভোগ্য।
ধনীদের কাছে শীত উপভোগের হলেও নিম্নবিত্ত কিংবা ছিন্নমূলের কাছে তা কঠিন সময়। শীত যত বাড়তে থাকে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তাদের দুর্ভোগ। কনকনে শীতে সাতসকালে কিংবা মধ্যরাতেও যে তাদের ঘর থেকে বের হতে হয় জীবিকার তাড়নায়।
পথের ধারে আগুন জ্বালিয়ে শ্রমিকদের উত্তাপ নেওয়া-শীতের নিয়মিত এক চিত্র। শীতের রাতে চারপাশ থেকে কাগজ-কাঠ কুড়িয়ে তারা আগুন জ্বালায়। এরপর সেই আগুনের আঁচে দূর করার চেষ্টা করে শীতের তীব্রতা।
নগরে এখনো শীত জেঁকে না বসলেও ইতোমধ্যে শ্রমিকদের আগুন জ্বালিয়ে উত্তাপ নেওয়ার আয়োজন শুরু হয়ে গেছে।
ছবিটি নগরের পুরাতন রেল স্টেশন রোড থেকে তোলা।