চট্টগ্রাম কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রাসায়নিক পরীক্ষাগার ভবনের নিচতলায় কম্পিউটার ও বিভিন্ন নথিপত্রে আগুন লাগে। ওই ভবনে একটি ব্যাংকের শাখা, নমুনা শাখা, রাসায়নিক পরীক্ষাগার, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সারভারসহ গুরুত্বপূর্ণ বিভাগও রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়। এরমধ্যে প্রথম দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।