দেশের জনগণ চাওয়ার আগেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মানুষের স্বপ্নপূরণ করেন। গণমানুষের সেবা করার রাজনীতি করলে বঙ্গবন্ধু ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে।
আগ্রাবাদের পুরাতন চেম্বার হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি এমএ লতিফ এমপি এসব কথা বলেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম-১১ আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া।
লতিফ বলেন, মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুইদিন আগে এদেশের রাজাকার, আলবদরদের সহায়তায় পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশকে মেধা ও মনন শূন্য করতে দেশের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। সেই স্বাধীনতা বিরোধীদের বাঙালি জাতি কখনো ক্ষমা করবেন না।
হোসেন মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, আজিজ মোল্লা, নজরুল ইসলাম বাহাদুর, সেলিম রেজা, আলী বক্স, সালাউদ্দিন ইবনে আহমদ, মো. আবদুল মন্নান ও মো. হাসান মুরাদ।
এছাড়াও এতে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, বন্দর সিবিএ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহসম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ বাবলা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের ভিপি জাহিদ হোসেন খোকন, স্বাধীনতা নারী শক্তি সংগঠনের পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, নুর উদ্দিন মারুফ বক্তব্য রখেন।